Header Ads

Dhamaka is more to come: Himel Ashraf

 ‘প্রিয়তমা’ প্রসঙ্গে নির্মাতা

ধামাকা আরও বাকি: হিমেল আশরাফ

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’ সিনেমাটি। আরশাদ আদনানের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।


‘প্রিয়তমা’ সিনেমার শুটিং-ডাবিং এরই মধ্যে শেষ হয়েছে। পোস্ট প্রডাকশনের কাজ শেষে সেন্সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। 

প্রচারের অংশ হিসেবে এরই মধ্যে প্রকাশ হয়েছে দুটি লুক পোস্টার ও টিজার। ৩০ সেকেন্ডের টিজারে হুমড়ি খেয়ে পড়েছেন শাকিবিয়ানরা। মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কমেন্টস বক্সে।

‘প্রিয়তমা’ সিনেমা নিয়ে শাকিব ভক্তদের এত উচ্ছ্বাস, নির্মাতার কপালে কি চিন্তার ভাঁজ? উত্তরে হিমেল আশরাফ বলেন, আসলে এসব ভালোবাসা। যা পাওয়া সৌভাগ্য সবার হয় না। 

শাকিব খানকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। উনার ভক্তদের নিয়েও কিছু বলার নেই। আমি ভালো একটা কাজ দেয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। 

সেটার প্রমাণ সিনেমা হলে পাবেন।
কতটি হলে মুক্তির পরিকল্পনা করছেন? জানতে চাইলে হিমেল আশরাফ বলেন, সারা দেশ থেকে হল মালিকরা যোগাযোগ করছেন। হল মালিকদের প্রচুর আগ্রহ। 

তবে আমরা গণহারে সব হলে দেব না। একশ হলে দেয়ার প্রস্তুতি নিচ্ছি, সেটা বাড়তেও পারে।

‘প্রিয়তমা’ নিয়ে ধামাকা আরও বাকি বলে জানান হিমেল আশরাফ। তবে কী ধরনের ধামাকা সেটি পরিষ্কার করেননি। এদিকে শাকিব খানের অফিসিয়াল ফেসবুকে নতুন একটি পোস্ট দেখা গেছে। 

তাতে লেখা, চোখ রাখুন আগামীকাল সন্ধ্যা ৬টায়। কী আসছে? জানতে চেয়েছিলাম। রহস্যময় হাসিতে নির্মাতাও বললেন চোখ রাখুন, সাথে থাকুন। ধামাকা আরও বাকি।

‘প্রিয়তমা’ সিনেমার গল্প লিখেছেন ফারুক হোসেন। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। শাকিব-ইধিকা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী প্রমুখ।

No comments

Powered by Blogger.